বকেয়া মজুরির দাবিতে টানা ১৭ দিন ধরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সিলেটের রাষ্ট্রীয় মালিকানাধীন চা-বাগানের শ্রমিকেরা। বিকল্প কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত না-থাকায় এতে তাঁরা খাদ্যসংকটে পড়েছেন। এ অবস্থায় চা-শ্রমিকদের সহযোগিতায় এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার বেলা তিনটায় সিলেট শহরতলীর লাক্কাতুরা চা-বাগানে আন্দোলনরত শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে জেলা প্রশাসন। লাক্কাতুরা, দলদলি ও কেওয়াছড়া চা-বাগানের মোট ১ হাজার ২০০ শ্রমিককে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।
ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ। এ সময় সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরণ মাহমুদ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সফিকুর রহমান, লাক্কাতুরা চা-বাগানের ব্যবস্থাপক আক্তার সহিদ, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসন জানায়, প্রত্যেক চা-শ্রমিক পরিবারে আজ ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ ও আধা লিটার সয়াবিন তেল দেওয়া হয়েছে। প্রায় ১১ লাখ টাকার ত্রাণসামগ্রী চা-শ্রমিক পরিবারের সদস্যদের মধ্যে দেওয়া হয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর প্রতিটি পরিবারকে ২০ কেজি করে ২৪ মেট্রিক টন চাল দেওয়া হয়।
এ ব্যাপারে ইউএনও খোশনূর রুবাইয়াৎ প্রথম আলোকে জানান, চা-শ্রমিকদের খাদ্যসংকট নিরসনে সিলেটের জেলা প্রশাসক মানবিক উদ্যোগ থেকেই এমন কর্মসূচি নিয়েছেন। এরই অংশ হিসেবে প্রতিটি চা-শ্রমিক পরিবারে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।