নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুর রহমান
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুর রহমান

গাড়ির ধাক্কায় আহত মিজানুর পড়ে ছিলেন সড়কে, ঢাকায় নেওয়ার পথে মৃত্যু

পারিবারিক কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। পথে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। আহত ও রক্তাক্ত অবস্থায় সড়কের ওপর পড়ে ছিলেন তিনি। গতকাল সোমবার গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

গতকাল দিবাগত রাত ১২টার দিকে মাইজদী-সোনাপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান (৫৫) জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামের বাসিন্দা।

আজ মঙ্গলবার দুপুরে মিজানুর রহমানের ছেলে মুহিম রহমান বলেন, গতকাল রাতে তাঁর বাবা পারিবারিক কাজ শেষে জেলা শহর মাইজদী থেকে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে মাইজদী এলাকায় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হয়ে সড়কের ওপর পড়ে থাকেন। পরে পথচারীরা অচেতন অবস্থায় তাঁকে সেখান থেকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকের পরামর্শে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শহরে এ ধরনের কোনো দুর্ঘটনার খবর কেউ থানায় জানায়নি। পরিবারের তরফ থেকেও কেউ থানায় যোগাযোগ করেনি। এ বিষয়ে তাঁরা খোঁজ নেবেন। পরিবারের কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।