ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামীম হকের পক্ষে গণসংযোগে অংশ নিতে আসেন মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান। বুধবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে
ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামীম হকের পক্ষে গণসংযোগে অংশ নিতে আসেন মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান। বুধবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে

ফরিদপুরে নৌকার প্রার্থী শামীম হকের পক্ষে গণসংযোগ করলেন সাকিব আল হাসান

ফরিদপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী শামীম হকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগে করলেন ক্রিকেটার ও মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান। আজ বুধবার বেলা ১১টা ৩৮ মিনিটে সাকিব ফরিদপুরে আসেন। এ সময় তিনি শহরের আলীপুর মহল্লায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসেন।

এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে দলীয় নেতা-কর্মী ও সংবাদকর্মীদের পাশাপাশি শতাধিক সাকিবভক্ত সেখানে ভিড় জমান। ভক্তরা সেলফি তোলেন সাকিবের সঙ্গে। নৌকার কর্মীরা ‘শেখ হাসিনার নৌকা, সাকিব ভাইয়ের নৌকা’ ও ‘শামীম ভাইয়ের নৌকায় ভোট চাই, ভোট চাই’ বলে স্লোগান দিতে শুরু করেন।

দলীয় কার্যালয়ে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সঙ্গে মতবিনিময় করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান। সাকিব বলেন, ‘আমি গতকালকেও (মঙ্গলবার) এখানে এসেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন শামীম ভাইয়ের জন্য। আমি তো আজকেও আসলাম শামীম ভাইয়ের জন্য। আশা করছি, ভালো কিছু হবে। সারা দেশে এই সরকারের আমলে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই আবার নৌকা মার্কায় ভোট দেবেন বলে আশা করি।’

এ সময় শামীম হক বলেন, ‘ফরিদপুরে নৌকার গণজোয়ার তো ছিলই। গতকালের সমাবেশের পর মানুষের উৎসাহ–উদ্দীপনা আরও বেড়েছে। সবাই ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন। সব জায়গা থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশা আল্লাহ ৭ তারিখে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে আমাকে নৌকা মার্কায় ভোট দেবেন।’

ফরিদপুর শহরে শামীম হকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগে অংশ নেন সাকিব আল হাসান। বুধবার দুপুরে

এরপর দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ছাদখোলা একটি গাড়িতে শামীম ও সাকিব গণসংযোগ শুরু করেন। তাঁরা ফরিদপুর শহরের বিভিন্ন মহল্লা ঘুরে নির্বাচনী প্রচারণা চালান। তাঁদের সঙ্গে তিন–চারটি মাইক্রোবাস ও পাঁচ থেকে সাতটি মোটরসাইকেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শরিক হন। সাকিব ও শামীম সড়কের পাশে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়তে নাড়তে এগোতে থাকেন। একটু পরপর গাড়ি থামিয়ে ভোটারদের সঙ্গে করমর্দন করেন এবং নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব আল হাসান ও শামীম হক দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বাদামতলী সড়ক, ফরিদপুর প্রেসক্লাব, মুজিব সড়ক, জনতা ব্যাংকের মোড়, থানা রোড, মহাকালী পাঠশালার মোড়, সারদা সুন্দরী মহিলা কলেজ, অম্বিকাচরণ মজুমদার সড়ক, অনাথের মোড়, খান বাহাদুর ইসমাইল সড়ক হয়ে চর কমলাপুর এলাকায় যান। পরে সেখান থেকে ওই সড়ক দিয়ে ফিরে সরকারি রাজেন্দ্র কলেজের সামনে দিয়ে কোর্ট চত্বর হয়ে চর মাধবদিয়া ইউনিয়নের কাচারীর ট্যাক এলাকায় গিয়ে গণসংযোগ শেষ করেন। পরে বেলা দুইটার দিকে সাকিব আল হাসান মাগুরার উদ্দেশে রওনা হন।