খালাস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিন সাংবাদিক। আজ দুপুরে রংপুর নগরের আদালত চত্বরে
খালাস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিন সাংবাদিক। আজ দুপুরে রংপুর নগরের আদালত চত্বরে

রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস ৩ সাংবাদিক

রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তিন সাংবাদিক বেকসুর খালাস পেয়েছেন। আজ সোমবার দুপুরে শুনানি শেষে এ রায় ঘোষণা করেন সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল মজিদ।

সাংবাদিকেরা হলেন অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট–এর নীলফামারী প্রতিনিধি শরিফুল ইসলাম, রংপুরের স্থানীয় পত্রিকা দৈনিক যুগের আলো ও মানবকণ্ঠ–এর প্রতিনিধি মহিউদ্দিন মখদুমী ও দেশ রূপান্তর–এর সাবেক প্রতিনিধি মামুন রশিদ।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ। তিনি বলেন, কয়েক বছর আগে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন ওই তিন সাংবাদিক। এ কারণে ২০২১ সালের ১৪ জুন রংপুর সাইবার ট্রাইব্যুনালে তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করেন সোহেল রানার শ্বশুর মোস্তাফিজার রাহমান। একই বছর ৫ নভেম্বর মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপরিদর্শক (এসআই) শাহ আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ওই আইনজীবী বলেন, বিভিন্ন সময়ে আদালত আটজনের মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেছেন। বাদীর অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিক মহিউদ্দিন মখদুমী বলেন, এই রায়ের মাধ্যমে তিনি ন্যায়বিচার পেয়েছেন।