সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুড়ী উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিক উদ্দিন। গতকাল শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুড়ী উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিক উদ্দিন। গতকাল শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে

আওয়ামী লীগের লোকজনকে নিয়ে জুড়ি উপজেলা শ্রমিক দলের কমিটি গঠনের অভিযোগ

আওয়ামী লীগ ও শ্রমিক রাজনীতির বাইরের লোকজনকে নিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দল জুড়ী উপজেলা শাখার ব্যানারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়েছে। উপজেলা সদরের ডাকবাংলো সড়ক এলাকায় বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির উপজেলা কমিটির সাবেক সভাপতি শফিক উদ্দিন বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্রমিক দলের উপজেলা কমিটি গঠনের কথা তাঁরা জানতে পারেন। সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি এ কমিটি অনুমোদন করেন।

জেলা সভাপতির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জুড়ী উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে গত ১৪ অক্টোবর দলীয় কার্যালয়ে সভা হয়। সভায় জেলা কমিটির দুজন নেতা উপস্থিত ছিলেন। অথচ জুড়ীতে শ্রমিক দলের নিজস্ব কোনো কার্যালয় নেই। এ ছাড়া সভার বিষয়ে স্থানীয় অধিকাংশ নেতা-কর্মী কিছুই জানেন না।

লিখিত বক্তব্যে শফিক উদ্দিন বলেন, নতুন কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা বাদ পড়েছেন। কমিটিতে আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত চার থেকে পাঁচজন ব্যক্তির নাম এসেছে। আবার নতুন কমিটির সাধারণ সম্পাদকসহ অনেকে শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাই কমিটি বাতিলের দাবি জানাচ্ছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে সংগঠনের উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদসহ বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়েস আহমেদ বলেন, জেলা কমিটির দুজন সাংগঠনিক সম্পাদকের উপস্থিতিতে জুড়ীতে সভা করে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আওয়ামী লীগ ও শ্রমিক রাজনীতির বাইরের কেউ ঢুকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।