গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশের দুই কর্মকর্তাসহ আহত ৫

গাজীপুর সদর উপজেলার নতুন বাজার এলাকায় শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে পুলিশ মহড়া দেয়। শনিবার বেলা ১১টায়
ছবি: প্রথম আলো

গাজীপুর সদর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় বেতন বাড়ানোর দাবিতে বেলা ১১টার দিকে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দিতে যায়। এ সময় শিল্প পুলিশের দুই কর্মকর্তা, শ্রমিকসহ পাঁচজন আহত হয়েছেন।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, সদর উপজেলার গড়াগড়িয়া মাস্টারবাড়ির নতুন বাজার এলাকার এসএম নিট গার্মেন্টসের শ্রমিকেরা কিছুদিন ধরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। কারখানা বন্ধ থাকায় গত দুই দিন কোনো ঘটনা ঘটেনি। আজ শনিবার বেলা ১১টার দিকে ওই কারখানার শ্রমিকেরা আবারও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

এ সময় বাধা দিলে উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে পুলিশ শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ছুড়লে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় শ্রমিক ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায় দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কারখানাশ্রমিক রাশিদা খাতুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দুই শ্রমিককে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের পরিচয় জানা যায়নি।

এদিকে শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ-২–এর শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদুল ইসলাম, পুলিশ পরিদর্শক আ. নুর আহত হন।

শিল্প পুলিশ-২ গাজীপুরের শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ বলেন, ‘আমরা প্রথমে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু তাঁরা আমাদের কথা না শুনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজিত শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করলে আমিসহ পরিদর্শক আ. নুর আহত হন। ওই ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’