সিলেটের চার উপজেলায় ঘরে ঘরে গ্যাস–সংযোগ প্রদান, পাথর কোয়ারি চালুসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া এ স্মারকলিপি সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের হাতে তুলে দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের আহ্বায়ক মো. আবদুল আহাদ, সদস্যসচিব মোহাম্মদ গোলজার আহমদ, যুগ্ম আহ্বায়ক এম এ হান্নানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তারা বলেন, ‘জৈন্তায় গ্যাস আবিষ্কৃত হলেও এখানকার ঘরে ঘরে এখনো গ্যাস সরবরাহ ও সংযোগ দেওয়া হয়নি। বিগত ফ্যাসিস্ট আমলে সিন্ডিকেটের কারণে পাথর কোয়ারি এখনো বন্ধ আছে। তাই শ্রমিকেরা কষ্টে দিন কাটাচ্ছেন। অভ্যন্তরীণ ও জাতীয় সড়কগুলোর অবস্থাও ভালো নয়। স্মারকলিপিতে উল্লেখিত ১০ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানাই।’
বৃহত্তর জৈন্তিয়া তথা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অরাজনৈতিক সংগঠন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে বলে জানিয়েছে সংগঠনটির নেতারা।