পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ পাওয়া গেছে। জন্মের পরপরই ছেলে নবজাতকটিকে কেউ নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের।
দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া এলাকার তিস্তা নদী থেকে গতকাল রোববার বিকেলে ওই নবজাতকের লাশটি উদ্ধার করে স্থানীয় লোকজন। খবর পেয়ে সন্ধ্যায় দেবীগঞ্জ থানা–পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চিলাহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুল কাদের বলেন, বিকেলে তিনি কৃষি জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে নদীর হাঁটুপানিতে ওই নবজাতকটিকে ভাসতে দেখে আশপাশের নারীদের খবর দেন। তাঁরা এসে মৃত অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করে নদীর পাড়ে রাখেন। মুহূর্তেই নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের শত শত নানা বয়সী মানুষ নদীর পাড়ে ভিড় করেন। পরে স্থানীয় লোকজন দেবীগঞ্জ থানা–পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি থানায় নিয়ে যায়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, মৃত অবস্থায় উদ্ধার করা নবজাতকটিকে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে। জন্মের পরপরই নবজাতকটিকে কেউ নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।