দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি আইনজীবী এস এম শামীম আলম সরকার ওরফে বাবুকে (৫৩) গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানা-পুলিশের একটি দল আজ বুধবার দুপুরের পরে দিনাজপুর নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম শামীম আলম সরকার সদর উপজেলার নিমনগর এলাকার এস এম আবেদ আলী সরকারের ছেলে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে বিভিন্ন হামলার ঘটনায় জড়িত ছিলেন বাবু। দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রবিউল ইসলাম রাহুল হত্যা মামলাসহ কয়েকটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বাড়িতে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ বিকেলে নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করেছে। বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।