শূন্য হাতে কৃষি খামারের সূচনা করেছিলেন মুজাহিদুল ইসলাম (৩৮)। নওগাঁর পোরশা উপজেলায় সীমান্তঘেঁষা নোনাহার গ্রামে ইজারা নেওয়া ৬৭ একর জমির ওপর তাঁর বিশাল খামার। নাম ‘ফ্রেশি ফার্ম’। নিজের বুদ্ধি, শ্রম আর ক্রাউডফান্ডিং বা অন্যের টাকা বিনিয়োগ করে মাত্র কয়েক বছরের মাথায় তিনি এখন সফল উদ্যোক্তা। গরুর খামার, ফলের বাগান, কুঁড়েঘর—সব মিলিয়ে তাঁর কয়েক কোটি টাকার প্রকল্প। মুজাহিদের খামারের ছবিগুলো তুলেছেন নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক