জামিনে বের হওয়ার ১০ দিনের মাথায় বগুড়ায় হত্যাচেষ্টা মামলার আসামি আরিফ হোসেন মণ্ডলকে (২০) গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের নামাজগড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ১০টি ধারালো অস্ত্র ও জিআই পাইপ উদ্ধার করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আরিফ হোসেন বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জহুরুল হকের ছেলে। তিনি সুলতানগঞ্জ এলাকায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গতকাল রাতে ১০ থেকে ১২ যুবক হাঁসুয়া ও ধারালো অস্ত্র হাতে সুলতানগঞ্জপাড়া উটের মোড় থেকে আরিফকে ধাওয়া করেন। এরপর নামাজগড় স্বদেশ ক্লিনিক মোড়ে পথ রোধ করে কুপিয়ে ও গলা কেটে আরিফকে হত্যা করেন তাঁরা। এরপর দুর্বৃত্তরা সুলতানগঞ্জপাড়ার বিভিন্ন অলিগলি হয়ে পালিয়ে যান।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, মাস দুয়েক আগে বগুড়া শহরের খাঁ পাড়া এলাকায় এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগে করা হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন আরিফ। ওই মামলায় তিনি প্রায় দেড় মাস কারাগারে ছিলেন। ১০ দিন আগে তিনি জামিনে মুক্ত হন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। জড়িত ব্যক্তিদের শনাক্তে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।