চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর চট্টগ্রাম কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক আবু আজাদ। তাঁকে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের সদস্যের কার্যালয়ে দেড় ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়।
রোববার সকাল সাড়ে ১০টায় রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঘাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীর নির্দেশে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন তালুকদার ওরফে মোহন তাঁকে আটকে রেখে মারধর করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক আবু আজাদ।
আবু আজাদ বলেন, রাঙ্গুনিয়ার অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহ করতে সকালে মঘাছড়িতে যান। সড়কের পাশে মাটি তুলে ইটভাটায় নিয়ে যাওয়ার সময় ছবি তুলতে থাকেন তিনি। এ সময় ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার পাঁচ-ছয়জনকে নিয়ে এসে তাঁকে মারধর করেন। এরপর একটি মাইক্রোবাসে তুলে মঘাছড়ি বাজারে নিয়ে যান তাঁরা। সেখানে আবার মাথায় অস্ত্র ঠেকিয়ে মারধর করতে থাকেন। তাঁর মুঠোফোন, মানিব্যাগ ও পরিচয়পত্র রেখে দেন তাঁরা।
একপর্যায়ে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে মুঠোফোনে কথা বলে মহিউদ্দিন তাঁর মুঠোফোন ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন আবু আজাদ। ছেড়ে দেওয়ার পর প্রথমে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান আবু আজাদ। পরে রাতে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর চট্টগ্রাম ব্যুরোপ্রধান সামছুদ্দিন ইলিয়াস রাতে প্রথম আলোকে বলেন, তাঁরা এখন আবু আজাদের চিকিৎসা নিয়ে ব্যস্ত। হামলার ঘটনায় তাঁরা মামলা করবেন।
তবে হামলার সঙ্গে জড়িত বা নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী। আর মহিউদ্দিন তালুকদারের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, সাংবাদিককে মারধরের বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল গিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।