পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চলতি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির ১ (ক)-এ উল্লেখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’
এর আগের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক আবেদনকারীদের মধ্যে থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৯২ হাজার জনসহ বিভিন্ন কোটার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে।
আগামীকাল রোববার দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার আজ শনিবার দুপুরেই বলেছিলেন, ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রাথমিকভাবে ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
কোনো কারণ উল্লেখ না করেই আজ রাতে এক বিজ্ঞপ্তিতে সেটি স্থগিত করল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।