কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হকের (রিফাত) মরদেহ আজ বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। কাল শুক্রবার বাদ জুমা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা হবে।
এর আগে কাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মেয়র আরফানুলের মরদেহ কুমিল্লা নগরের রামঘাটে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রাখা হবে। তাঁকে নগরের টমছমব্রিজ কবরস্থানে দাফন করা হবে।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন এসব তথ্য জানিয়েছেন।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, পাকস্থলীর সমস্যা নিয়ে ৬ ডিসেম্বর আরফানুল হক ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। সেখানে অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ১০ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। ১৩ ডিসেম্বর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিঙ্গাপুরে তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কুমিল্লা মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা হক ও ভাগনে গালিব আমিন।
আরফানুল হক কুমিল্লা মহানগর আওয়ামী লীগের দুই মেয়াদের সাধারণ সম্পাদক ছিলেন।