ময়মনসিংহ-৪ (ময়মনসিংহ সদর) আসনের দাপুনিয়া বাজারে আওয়ামী লীগের প্রার্থী মোহিত উর রহমানের (শান্ত) একটি নির্বাচনী ক্যাম্পে হামলা এবং নগরের চরপাড়া নয়াপাড়া এলাকায় অপর একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনাটি গতকাল রাত ১০টার দিকে এবং আগুন দেওয়ার ঘটনাটি ঘটে দিবাগত রাত পৌনে চারটার দিকে।
আওয়ামী লীগের প্রার্থী মোহিত উর রহমানের অভিযোগ, গতকাল মঙ্গলবার রাতে দাপুনিয়া বাজারে নৌকার নির্বাচনী ক্যাম্পে বসে ছিলেন তাঁর কর্মীরা। ওই সময় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হকের (শামীম) সমর্থকেরা ওই ক্যাম্পে হামলা চালান। এ হামলায় কোতোয়ালি স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য জাফরুল আমিন ও যুবলীগ কর্মী মো. শহীদুল্লাহ আহত হয়েছেন। এ ঘটনায় আজ বুধবার দুপুরে এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ছাড়া গতকাল ভোর পৌনে চারটার দিকে ময়মনসিংহ নগরের চরপাড়া নয়াপাড়া এলাকায় নৌকা প্রতীকের একটি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই ক্যাম্পের কিছু অংশ পুড়ে যায়।
এ বিষয়ে কথা বলতে মো. আমিনুল হকের মুঠোফোনে কল করা হলে তিনি ধরেননি। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, দাপুনিয়া বাজারে নৌকার কার্যালয়ে হামলার অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে চরপাড়া নয়াপড়া ক্যাম্পে কোনো অভিযোগ পাননি বলে জানান ওসি।
ময়মনসিংহ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহিত উর রহমান ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সাবেক ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মতিউর রহমানের ছেলে। স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দুইবারের সহসভাপতি। তিনি এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি। আমিনুল হকের ছোট ভাই ইকরামুল হক ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ দুই প্রার্থীর পক্ষে বিভিক্ত হয়ে কাজ করছেন।
মোহিত ও আমিনুল ছাড়াও ময়মনসিংহ–৪ আসনে জাতীয় পার্টির আবু মো. মুসা সরকার, বিএনপির সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খানসহ (স্বতন্ত্র) মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।