ছাত্র আন্দোলনে হামলার মামলায় ভৈরবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

র‍্যাবের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম (বাঁয়ের ছবিতে) এবং ছাত্রলীগ নেতা রহিম ভূঁইয়া (ডানের ছবিতে)
ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্রদের ওপর হামলার মামলায় আশরাফুল আলম নামের এক আওয়ামী লীগ নেতা ও রহিম ভূঁইয়া নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌর শহরের কমলপুর এলাকা থেকে আশরাফুলকে এবং গতকাল বৃহস্পতিবার রাতে গাছতলাঘাট এলাকা থেকে রহিমকে আটক করে র‍্যাব।

গ্রেপ্তার আশরাফুল আলম পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর। রহিম ভূঁইয়া উপজেলা ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, গত ১৯ জুলাই ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় আশরাফুল ও রহিম আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর রামদা ও হকিস্টিক নিয়ে হামলা চালান। আন্দোলনকারীদের ওপর পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করেন। এতে অনেকে আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে পৌর শহরের জগন্নাথপুর এলাকার মামুন মিয়া একজন। তিনি বাদী হয়ে মামলা করেন। এই মামলার আসামি হিসেবে আশরাফুল ও রহিমকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার মো. শহিদুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্রদের ওপর হামলা চালানোর কথা গ্রেপ্তার দুই ব্যক্তি র‍্যাবের কাছে স্বীকার করেছেন।

যদিও পুলিশি হেফাজতে দুজনই ছাত্রদের ওপর হামলা চালানোর কথা সাংবাদিকদের কাছে অস্বীকার করেন।

র‌্যাব ওই দুজনকে ভৈরব থানার পুলিশের কাছে দেওয়ার পর পুলিশ তাঁদের মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে।