গাজীপুরের শ্রীপুরের পাঠানটেক গ্রামে গুলিতে ছিদ্র হয়ে গেছে জানালার কাচ। আজ বুধবার সকালে
গাজীপুরের শ্রীপুরের পাঠানটেক গ্রামে গুলিতে ছিদ্র হয়ে গেছে জানালার কাচ। আজ বুধবার সকালে

শ্রীপুরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ

গাজীপুরের শ্রীপুরে বিএনপির এক নেতার বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

মাহমুদুল হাসান বরমী ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তাঁর ছেলে কামরুল ইসলাম যুবদলের কর্মী। তিন দফা গুলি করা হয়েছে বলে বাড়ির বাসিন্দারা দাবি করেছেন। গুলিতে ছিদ্র হয়ে গেছে জানালার কাচ। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে তাঁরা বাড়িতে ঘুমিয়েছিলেন। হঠাৎ রাত সাড়ে ১২টার দিকে বিকট আওয়াজ হয়। জেগে দেখতে পান জানালার কাচ ছিদ্র হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আবারও অন্য একটি কক্ষের জানালায় গুলি করা হয়। এর পরক্ষণে আরও একটি গুলি করা হয়। শব্দে ঘরে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। রাত একটার পর গুলির শব্দ থেমে যায়। এরপর তাঁরা দেখতে পান বুলেট জানালার কাচ ভেদ করে ঘরের ভেতরে এসেছে। একটি বুলেট ঘরের সোফার কাপড়ে বিদ্ধ হয়। পরে তাঁরা শ্রীপুর থানায় খবর দেন।

কামরুল ইসলাম আরও বলেন, ‘হঠাৎ কেন গুলি করা হলো, কারা গুলি করল, তা বুঝতে পারছি না। আমরা এ ঘটনায় আতঙ্কে আছি। নেতা-কর্মীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেব।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির খোসা উদ্ধার হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।