ফরিদপুরের নগরকান্দা

সাজেদাপুত্রের বিরুদ্ধে পৌর মেয়রের হত্যাচেষ্টা মামলা

প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর চৌধুরী
ছবি:সংগৃহীত

ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা ও সদরপুর একাংশ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবরের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে নগরকান্দা পৌরসভার মেয়র ও পৌর  যুবলীগের  সভাপতি নিমাই চন্দ্র সরকার ফরিদপুরের ৪ নম্বর আমলি আদালতে মামলাটি করেন।

ওই আদালতের বিচারক মো. ফরিদউদ্দিন অভিযোগটি আমলে নিয়ে বিচারিক তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৯ নভেম্বর ওই মামলার শুনানির তিন বাদী ও সাক্ষীদের বক্তব্য শোনার পর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আদালত। বাদীপক্ষের আইনজীবী বিশ্বজিৎ গাঙ্গুলি আজ বুধবার আদালতে ওই মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। ওই মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন নগরকান্দা উপজেলা শহরের মো. লিয়াকত মিয়া (৫৫) ও নাছির মাহমুদ (৪৬) ও কলেজবালিয়া এলাকার শহিদুল ফকির (৩২)।

নগরকান্দা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার মামলার আরজিতে বলেন, সদ্য শেষ হওয়া ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে তাঁকে আওয়ামী লীগ প্রার্থী ফারুক হোসেনের পরিবর্তে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেনকে ভোট দিতে বলেছিলেন শাহদাব আকবর চৌধুরী। কিন্তু তিনি আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে ফারুক হোসেনের পক্ষেই থাকেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়।

আদালতে হওয়া মামলার আরজিতে মেয়র নিমাই সরকার আরও বলেন, গত মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে বাড়ি ফিরছিলেন। পথে শাহদাব আকবর চৌধুরীর নির্দেশে নগরকান্দা পাবলিক লাইব্রেরির সামনে লিয়াকত মিয়া, নাছির মাহমুদ ও শহিদুল ফকির তাঁকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা চালান। কিন্তু তিনি দ্রুত সেখান থেকে সরে যাওয়ায় প্রাণে রক্ষা পান।

মামলার সত্যতা নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী বিশ্বজিৎ গাঙ্গুলি জানান, আদালত তাঁর মক্কেলের অভিযোগটি আমলে নিয়ে রেকর্ড করেন এবং আগামী ৯ নভেম্বর মামলার অভিযোগকারী বাদী এবং সাক্ষীদের উপস্থিতিতে আদেশের জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

প্রসঙ্গত, জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ৫ নভেম্বর ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে সাজেদাপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাজেদাপুত্র শাহদাব আকবর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘৫ নভেম্বর ফরিদপুর দুই আসনের উপনির্বাচন। এই নির্বাচনে আমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এই নির্বাচন সামনে রেখে আমার সুনাম-সম্মান ক্ষুণ্ন করার জন্য এটি একটি ষড়যন্ত্র। তিনি আরও বলেন,‘যে দিনের ঘটনার কথা বলা হচ্ছে, ওই দিন আমি নগরকান্দায় যাইনি। নির্বাচনকালীন আমার ট্যুর প্রোগ্রাম সবার আগে থেকেই অবগত এবং তাঁরা সবাই জানেন আমি কখন কোথায় যাচ্ছি।’