ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দুই ভাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক ভাই নিহত হয়েছেন। তাঁর নাম ওবায়দুর কারিকর (৪৩)। শনিবার বিকেলে উপজেলার কোদালীয়া শহীদ নগর ইউনিয়নের ঈশ্বরর্দী গ্রামে এ ঘটনা ঘটে।
ওবায়দুর কারিকর ঈশ্বরর্দী গ্রামের বাসিন্দা মৃত আলাউদ্দিন কারিকরের ছেলে। তিনি ঢাকায় একটি মেসে রান্নার কাজ করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওবায়দুর কারিকরের ভাতিজা রবিউল কারিকরের ছেলে মোস্তাকের (১০) সুন্নতে খতনা উপলক্ষে গত রোববার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওবায়দুর কারিকরের ছোট ভাই আওয়াল, তাঁদের আত্মীয় জাহাঙ্গীর, আজাদসহ কয়েকজন ওই অনুষ্ঠানে যাননি। আজ দুপুরে মোস্তাকসহ কয়েকজন কিশোর বাড়ির পাশে খেলাধুলা করছিল। তখন আওয়াল কারিকর তাদের ধমক দেন। এ ঘটনায় ওবায়দুর কারিকর এগিয়ে গিয়ে আওয়ালকে গালাগাল করেন।
এটি নিয়ে বিকেলে ওবায়দুর কারিকর ও তাঁর ভাই আওয়াল কারিকর লোকজন নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় নারীসহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় ওবায়দুরের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। আহত অবস্থায় তাঁকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আগামীকাল রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা ও হত্যা মামলার প্রস্তুতি চলছে।