প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে নীলফামারীতে অসহায় ও শীতার্ত ১৫০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী শহরের টাউন ক্লাব মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। যাঁরা কম্বল পেয়েছেন, তাঁরা নীলফামারীর টুপামারী, ইটাখোলা, কুন্দপুকুর, খোকশাবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র মানুষ।
কম্বল পেয়ে খুশি ইটাখোলা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের ৭৫ বছর বয়সী নারী হেমন্ত রায়। তিনি বলেন, ‘খালি দাগলি (কাঁথা) দিয়া জার পালায়ছে না, কয়দিন থাকি বেজায় জার করেছে। হামার মতো বুড়া মাইনসের খুব কষ্ট হয়ছে। আইজ আইতত এনা আরাম হইবে।’
লাঠির ওপর ভর করে কম্বল নিতে এসেছেন একই ইউনিয়নের কবিরাজপাড়ার বৃদ্ধ ধনেশ্বর রায়। কম্বল হাতে পেয়ে তিনি বলেন, ‘এখান পায়া মোর খিব উপকার হইল বায়, কতজনের ঠে গেছু, কায়ো মোক এখান কম্বল দেয় না, জারোতে মুই মরি যাওছো। না চাইতে তোমরা বাড়ি থাকি ডাকি আনি কম্বল খান দিনেন। ভগবান, তোমার ভালো কইরবে।’
কম্বল বিতরণের সময় সেখানে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. নূরুল করিম, কালিতলা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধীর রায়, প্রথম আলো নীলফামারী বন্ধুসভার উপদেষ্টা জুলফিকার আলী, রত্না আক্তার, প্রথম আলো নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, বন্ধুসভার সভাপতি রুবি আক্তার, সাধারণ সম্পাদক আরিফ ফয়সাল সিদ্দিক, সহসভাপতি নিপুন রায়, সহসাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বি শাহ, পাঠচক্র সম্পাদক কল্পনা আক্তার, ত্রাণবিষয়ক সম্পাদক ফারজানা মমো, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক সুভাষ ঋষি প্রমুখ।
এনভয় লিগ্যাসি ও শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ব্যক্তিগত অর্থায়নে ৫০০টি কম্বল প্রথম আলো ট্রাস্টে অনুদান দিয়েছেন। এসব কম্বল শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এরই মধ্যে ২৫০টি কম্বল পাওয়া গেছে। আজ ১৫০টি কম্বল বিতরণ করা হলো। পর্যায়ক্রমে বাকি কম্বলগুলো বিতরণ করা হবে।
ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে কেউ সন্তান কোলে, কেউ আবার লাঠিতে ভর করে কম্বল নিতে এসেছেন। নীলফামারী পৌরসভার সওদাগরপাড়ার বাসন্তী রানী ঋষি বলেন, ‘ঠান্ডাতে হামার খুব দুর্গতি যায়ছে, এই কম্বলখান দিয়া হামার উপকার হইবে।’
শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। হিসাব নম্বর: প্রথম আলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪; ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন, ০১৭১৩০৬৭৫৭৬ এই পেমেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমে আপনার অনুদান পাঠাতে পারেন।
ডিসেম্বর ২০২৩ থেকে এখন পর্যন্ত বিকাশ ও ব্যাংকের মাধ্যমে ১ লাখ ৭১ হাজার ৫৪৭ টাকা অনুদান এসেছে।