পিটিয়ে হত্যা
পিটিয়ে হত্যা

একখণ্ড জমি নিয়ে সকালে সালিসের পর বিকেলে কৃষককে পিটিয়ে হত্যা

জামালপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম মন্তাজ আলী (৪৫)। তিনি ওই ইউনিয়নের শ্রীবাড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একখণ্ড কৃষিজমি নিয়ে মন্তাজ আলী ও প্রতিবেশী আক্তার মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ সকালে একটি সালিস বৈঠক হয়। সালিস বৈঠকে জমিটি মন্তাজ আলীকে বুঝিয়ে দেওয়া হয়। এরপর বিকেলে মন্তাজ আলী ওই জমিতে বীজতলা তৈরি করতে যান। এ সময় আক্তার মিয়া ও তাঁর লোকজন বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে মন্তাজ আলীকে ব্যাপক পেটানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল মো. আতিক বলেন, লাশটি বর্তমানে হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে অপরাধীদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।