‘এখুন হামরা আরামে বকরি চরাইতে পারব’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ ও সেন্ট্রো টেক্স লিমিটেডের সহায়তায় শীতের পোশাক হুডি পেয়ে খুশি তাঁরা। রোববার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

‘জমিতে এখুন আর খাটতে পারি না। বাড়িতে বকরি পুষি। না পুষলে তো খাইতে পাব না। বকরি বেচা ভাত খাই, ওষুধ কিনি। দিনুমান বকরি চরাই মাঠে মাঠে। গতরে ঠান্ডা হাওয়া লাগে। কাঁপুনি ধরে, কষ্ট হয়। এটা (হুডি) পায়ে ঠারে-জারে (শীতে) হামাদের খুব উপুকার হোইলো। এখুন হামরা আরামে বকরি চরাইতে পারব।’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ ও সেন্ট্রো টেক্স লিমিটেডের সহায়তায় শীতের পোশাক হুডি পেয়ে কোল জাতিগোষ্ঠীর নারী সামরি হাসদা (৭০) এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁর সঙ্গে আসা গেন্দি হাঁসদা (৬৫), সাগরি মুরমু (৬০) ও বেগম কিসকুর (৬৬) গল্পও একই রকম। তাঁরাও একসময় কৃষিজমিতে দিনমজুরের কাজ করতেন। কিন্তু বয়সের ভারে এখন মজুরের কাজ করতে পারেন না। এখন মাঠে ছাগল চরানোর দায়িত্ব পালন করেন।

আজ রোববার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কোলদের গ্রাম বাবুডাইংয়ে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালায় শীতের পোশাক হুডি বিতরণ করা হয়। পাঠশালার শিক্ষার্থীদের মা-বাবার পাশাপাশি গ্রামের বয়স্ক নারী-পুরুষদের এ পোশাক দেওয়া হয়। কোল জাতিগোষ্ঠীসহ স্থানীয় লোকজনের মধ্যে ২২০টি হুডি বিতরণ করে প্রথম আলো ট্রাস্ট।

হুডি পেয়ে বাবুডাইং গ্রামের গান্দু হাসদা (৭৫), দেরাস মুরমু (৭০), বুধুয়া মার্ডিসহ (৬৮) আরও অনেকেই আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাজশাহীর গোদাগাড়ীতে কোল জাতিগোষ্ঠীসহ স্থানীয়দের মধ্যে ২২০টি হুডি বিতরণ করে প্রথম আলো ট্রাস্ট। রোববার দুপুরে উপজেলার বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে

বেলা ১১টায় হুডি বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, গ্রাম্য মোড়ল লগেন সাইচুরি, প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, প্রথম আলো বন্ধুসভা চাঁপাইনবাবগঞ্জের সভাপতি সাঈদ মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক উম্মে কুলসুম, সদস্য সোনিয়া খাতুন, আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইশ মুরমু প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ২৮৫ শিক্ষার্থী বিনা খরচে লেখাপড়া করে।

আপনিও অংশ নিতে পারেন প্রথম আলো ট্রাস্টের কার্যক্রমে। আপনার অনুদান পাঠাতে পারেন নিম্নোক্ত হিসাবে।

ব্যাংক হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট

হিসাব নম্বর: ২০৭১০০০০০৭১১৫

ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।