টেকনাফে সমুদ্রসৈকতে ভেসে আসে মৃত ডলফিনটি
টেকনাফে সমুদ্রসৈকতে ভেসে আসে মৃত ডলফিনটি

টেকনাফে সমুদ্রসৈকতে ভেসে এল মৃত ডলফিন

কক্সবাজারের টেকনাফের সমুদ্রসৈকতে সাত ফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে এসেছে। ডলফিনটির শরীরের বিভিন্ন অংশে দাগের চিহ্ন রয়েছে। আজ রোববার দুপুর দুইটায় উপজেলার বাহারছড়ার হলবনিয়া সৈকত এলাকায় ডলফিনটি ভেসে এসে আটকা পড়ে। প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছেন বন বিভাগের শীলখালী রেঞ্জ কর্মকর্তা শাফিউল ইসলাম।

শাফিউল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে বিষয়টি জেনেছি। আজ দুপুরে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসেছে। সাত ফুট লম্বা ডলফিনটির শরীরের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। এক দিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বন বিভাগের একটি দল ডলফিনটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে মাটিচাপা দিয়েছে।’

স্থানীয় জেলে আবদুল হামিদ বলেন, কোনো কিছুর সঙ্গে আঘাত পেয়ে ডলফিনটি হয়তো মারা গেছে। অনেক সময় সমুদ্রে জেলেরা ছেঁড়া জাল ফেলে দেন। ছেঁড়া জালের সঙ্গেও আটকে এসব সামুদ্রিক প্রাণীর মৃত্যু হতে পারে।