‘গরুচোর’ বলায় কিশোরগঞ্জে যুবলীগের দুই নেতার নামে মানহানির মামলা

অপরাধ
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের বাজিতপুরে পথসভায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে গরুচোর বলায় যুবলীগের দুই নেতার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হয়েছে। গতকাল বুধবার কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বাজিতপুরের মাইজচর ইউপি চেয়ারম্যান তাবারক মিয়াজী।

তাবারক মিয়াজী মাইজচর ইউনিয়ন যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি চেয়ারম্যান হন।

মামলার বিবাদী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল ও বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী মো. মোস্তফা আলম সাংবাদিকদের বলেন, তাবারক মিয়াজীর আরজি আদালত আমলে নিয়েছেন। আগামী ২৭ ডিসেম্বর অভিযুক্ত দুই নেতাকে আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়েছে।

মামলার বাদী তাবারক মিয়াজী বলেন, ‘সুব্রত পাল আমাকে তাঁর পক্ষে নেওয়ার চেষ্টা করে সফল হননি। এই কারণে তিনি আমার প্রতি ক্ষুব্ধ। তা না হলে আমাকে গরুচোর বলতে পারেন না। কারণ, এই ধরনের অপরাধের সঙ্গে আমার জড়িত থাকার কোনো প্রমাণ নেই। শাস্তিও হয়নি। মূলত আমাকে ছোট করার জন্য এমন কথা বলেছেন।’

অভিযোগ বিষয়ে আজ বৃহস্পতিবার সুব্রত পালের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, ‘মাইজচর ইউনিয়নে শনিবার আমার গণসংযোগ ছিল। যেখানে যাওয়ার পর স্থানীয় লোকজন আমার কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। গরু চুরির কথাও বলে। বিশেষ করে মাইজচর ইউপির প্যানেল চেয়ারম্যান আলী আকবর প্রকাশ্যে চেয়ারম্যানকে গরুচোর বলে আসছেন। ওইসব কথার সূত্র ধরে আমরা দুজন চেয়ারম্যানকে গরুচোর বলেছি।’