পূর্ণ সিলেবাসে নয়, পুনর্বিন্যাস করে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি
ফাইল ছবি

আগামী বছর থেকে পূর্ণ সিলেবাসে না হলেও সিলেবাস পুনর্বিন্যাস করে কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা আছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

এদিকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে তিন ঘণ্টা ও পূর্ণ নম্বরের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এনসিটিবি প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেন শিক্ষামন্ত্রী দীপু মনি

সার্কিট হাউসে সাংবাদিকের সঙ্গে কথা বলার পর শিক্ষামন্ত্রী দীপু মনি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে মন্ত্রী বলেন, সংগ্রামের মধ্য দিয়ে যুব মহিলা আওয়ামী লীগের জন্ম। নারীদের অধিকার প্রতিষ্ঠা ও সুসংগঠিত করার জন্যই গড়ে তোলা হয় যুব মহিলা লীগ। বর্তমানে নারীরা যে সম্মান পাচ্ছেন, শেখ হাসিনা সরকারই তার সুযোগ করে দিয়েছে।

দীপু মনি বলেন, নারীরা আজ রাষ্ট্র পরিচালনা করছেন, জনগণের প্রতিনিধিত্ব করছেন। বিশ্ব শান্তি রক্ষায় নারী, সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিরোধী দলের নেতা নারী, স্পিকারসহ বিভিন্ন জায়গায় নারীরাও নেতৃত্ব দিচ্ছেন। নারীর উন্নয়ন মানে পুরুষদের পিছিয়ে পড়া নয়। তা সমাজের সবার উন্নয়ন। নারী শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্র সুযোগ করে দিতে হবে। এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে নারীরা নেই। ইসলামের নাম ব্যবহার করে কিছু লোক নারীর অগ্রযাত্রায় বাধা দিচ্ছে। অথচ ইসলাম নারীদের সর্বোচ্চ অধিকার দিয়েছে। যারা বাধা দিচ্ছে, তারা ইসলাম, দেশ ও দেশের মানুষের শত্রু।

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুদা নুর খান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারহানা আক্তার প্রমুখ।