কক্সবাজারের মহেশখালীতে ইজিবাইকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় ইজিবাইকের চালককে আটক করেছে পুলিশ।
নিহত ছাত্রের নাম আল মুবিন সাত্তার শিহাম (৭)। সে উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব বড়ছড়ার আব্দুস সাত্তারের ছেলে ও হোয়ানক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির ছাত্র। এ ঘটনায় অনুসন্ধান আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র প্রাঙ্গণ সুশীলসহ দুজন আহত হয়েছে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে ইজিবাইক চালকসহ গাড়িটি জব্দ করে। পরে উত্তেজিত জনতা আগুন দিয়ে ইজিবাইকটি আংশিক পুড়িয়ে দেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুল ছুটির পর শিহাম বাড়ি ফিরছিল। শিহাম বড়ছড়া বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে বেপরোয়া গতির একটি ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ইজিবাইকটি উল্টে গিয়ে শিহামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিহামের মৃত্যু হয়। এ সময় দুই শিক্ষার্থী আহত হয়।
এ ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে চালকসহ ইজিবাইকটি জব্দ করে। ক্ষুব্ধ এলাকাবাসী ইজিবাইকে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন গোরকঘাটা-কালারমারছড়া সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মহেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে ইজিবাইকের চালককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, ইজিবাইক চালককে আটক করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।