বরিশাল সিটি নির্বাচন

আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে মতবিনিময়ে সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে ব্যবসায়ীদের ক্ষোভ

বরিশালের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। রোববার দুপুরে নগরের একটি হোটেলের মিলনায়তনে
ছবি: প্রথম আলো

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর সঙ্গে মতবিনিময়ে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর কাছ থেকে গত চার বছরে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। রোববার বরিশাল নগরের একটি হোটেলের মিলনায়তনে আয়োজিত সভায় এ অভিযোগ করেন ব্যবসায়ীরা।

বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্স যৌথভাবে বরিশাল সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা বলেন, স্বাধীনতার ৫২ বছরেও বরিশাল ব্যবসাবান্ধব নগরী হতে পারেনি। বরিশালের বিসিক শিল্পনগরীর কোনো শিল্পপ্রতিষ্ঠানকে সিটি করপোরেশনের বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ ট্রেড লাইসেন্স নবায়ন করাতে দিচ্ছেন না। এমনকি নারী ব্যবসায়ীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মেয়রের দেখা পান না। ব্যবসায়ীরা তাঁদের সমস্যার কথা মেয়রের কাছে তুলে ধরতে পারেন না। ফলে বরিশাল নগরে শিল্প, ব্যবসা-বাণিজ্যের উপযুক্ত পরিবেশ গড়ে ওঠেনি এবং সম্প্রসারণ হয়নি। আগামী নির্বাচনে যিনি মেয়র হবেন, তিনি যেন শিল্প, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা সুনিশ্চিত করেন; সেই প্রতিশ্রুতি চান ব্যবসায়ী নেতারা।

ব্যবসায়ী নেতাদের ক্ষোভের জবাবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়ের আবদুল্লাহ বলেন, ‘বরিশালে কখনো জনপ্রতিনিধিরা ব্যবসার পরিবেশ তৈরিতে মনোযোগ দেননি। বিগত দিনের এ ব্যর্থতা আমি নির্বাচিত হলে ঘোচানোর চেষ্টা করব।’ তিনি বলেন, বরিশালে শিল্প এলাকা আছে, কিন্তু শিল্পকারখানা নেই। অথচ সরকার ব্যবসার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছে। এর প্রমাণ দেশে এখন চারটি সমুদ্রবন্দর আছে।

বরিশালের ব্যবসায়ীরা নানা প্রতিকূলতার শিকার হচ্ছেন উল্লেখ করে খায়ের আবদুল্লাহ বলেন, ‘আমি নির্বাচিত হলে অবশ্যই বরিশালকে একটি ব্যবসাবান্ধব নগরে পরিণত করা হবে। বিনিয়োগকারীরা যাতে উপযুক্ত নিরাপত্তা পান, সে জন্য সব ধরনের সুযোগ-সুবিধা গড়ে তোলা হবে।’ বরিশালকে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাময় শহর উল্লেখ করে তিনি বলেন, ‘বরিশালে কীর্তনখোলার মতো একটি গভীর নদী আছে। এখানে ইপিজেড নির্মাণও সম্ভব। আমার স্বপ্ন, এখান ইপিজেড নির্মাণ করব।’ এ জন্য তিনি ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তাদের সহায়তা কামনা করেন।

বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান, চট্টগ্রাম পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি বিলকিস আহমেদ, পরিচালক নাজমুন নাহার, সারবিন ফেরদৌসি ও রোকসানা আইভি, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রেজিন উল কবির, নোমান মল্লিক, মির্জা মোজাম্মেল হোসেন প্রমুখ।