গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাহাঙ্গীর আলমের প্রার্থী হওয়া নিয়ে কোনো চাপ অনুভব করছেন না আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সবাই আওয়ামী লীগ পরিবার। যারা প্রকৃত আওয়ামী লীগ, তারা সবাই আমার সঙ্গে আছে। সবাই আমার পক্ষে আছে। এখানে জাহাঙ্গীর নিয়ে কোনো চাপ ফিল (অনুভব) করার কারণ নেই।’
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আজমত উল্লা খান। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় নেতা–কর্মীসহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর আগে গতকাল বুধবার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলম। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তাঁর প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের নামেও মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে আজ বেলা দেড়টা পর্যন্ত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র জমা পড়েনি।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে আজমত উল্লা সাংবাদিকদের বলেন, ‘শুরুতেই আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশনের সব বাসিন্দা, নেতা–কর্মীসহ সব ভক্ত, শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই। কারণ, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সবার মধ্যে উৎসাহ–উদ্দীপনা কাজ করছিল। সব শ্রেণি–পেশার মানুষকে নিয়ে আমি একটা স্বচ্ছ, সুন্দর নির্বাচন করতে চাই।’
আজমত উল্লা খান বলেন, ‘আপনারা জানেন, আমি দীর্ঘ ১৮ বছর টঙ্গী পৌরসভার মেয়র ছিলাম। এই ১৮ বছরে আমার বিরুদ্ধে একটা দুর্নীতির রেকর্ড নেই। তাই জনগণও এমন কাউকে চাইবেন, যিনি দুর্নীতিমুক্ত। সেই দিক থেকে জনগণ আমার পাশে আছেন। তাঁরা আমাকেই ভোট দেবেন।’
আজ সকাল থেকেই গাজীপুর সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। মেয়র প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এক এক করে আসছেন মনোনয়নপত্র জমা দিতে। সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সিটি করপোরেশনের বঙ্গতাজ মিলনায়তনে মানুষের ভিড় লেগে আছে।
মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে। প্রতীক বরাদ্দ হবে ৯ মে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের তথ্যমতে, আজ সকাল পর্যন্ত মেয়র পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে আজমত উল্লাসহ ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন।