ডিজিটাল প্রতারণা
ডিজিটাল প্রতারণা

নালিতাবাড়ীতে পূজামণ্ডপে অনুদান দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুর্গামন্দিরের পূজামণ্ডপে অনুদান দেওয়ার কথা বলে মন্দির কমিটির সহসভাপতির ব্যক্তিগত ব্যাংক হিসাব নম্বর থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নালিতাবাড়ী পৌর শহরের কাচারীপাড়া সর্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা মন্দির কমিটির সহসভাপতি সুদীপ সরকার এ প্রতারণার শিকার হন।

পুলিশ ও মন্দির কমিটি সূত্রে জানা যায়, ৭ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে প্রতারক চক্র টেলিফোন নম্বর থেকে মন্দির কমিটির সভাপতি সুধেন সূত্রধরকে ফোন করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু অস্বচ্ছল মন্দিরের জন্য অনুদানের টাকা দেওয়া কথা বলে ব্যাংক হিসাব নম্বর জানতে চায়। সুধেন সূত্রধর তাঁর কোনো ব্যাংক হিসাব নম্বর নেই জানিয়ে এ বিষয়ে কমিটির সহসভাপতি সুদীপ সরকারের সঙ্গে কথা বলতে বলেন। পরে প্রতারক চক্র সুদীপ সরকারকে ফোন করে তাঁর ইসলামী ব্যাংকের হিসাব নম্বর নেয় এবং পূজামণ্ডপের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে বলে জানায়। তাঁর সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে কৌশলে ব্যাংক হিসাবের পিন নম্বরও জেনে নেয় চক্রটি। পরে চক্রটি তাঁর ব্যাংক হিসাব থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। প্রাথমিক অবস্থায় সহসভাপতি সুদীপ সরকার বিষয়টি বুঝতে পারেননি। কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যদের সঙ্গে আলোচনা করলে এ বিষয়ে সন্দেহ তৈরি হয়। এর পর ব্যাংক হিসাবে খেয়াল করে দেখেন ৩০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষও টাকা কেটে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সুদীপ সরকার গতকাল রাতে নালিতাবাড়ী থানায় জিডি করেন। বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে কল করা হলে তিনি কল ধরেননি। তবে মন্দির কমিটির সভাপতি সুধেন সূত্রধর বলেন, কয়েক দিনে এমনিতেই বন্যায় তাঁদের এলাকার মানুষের অবস্থা নাজেহাল। তার ওপর এমন ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। থানায় জিডি করা হয়েছে। কিন্তু কোনো প্রতিকার পাননি তাঁরা।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, প্রতারক চক্রকে ধরতে এবং টাকা উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।