নরসিংদী কারাগার থেকে পালানো বন্দী ভৈরবে শ্বশুরবাড়িতে গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে হামলার ঘটনার পর নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া মানিক মিয়া (৫২) নামের এক বন্দীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মানিক মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার থানাহাটি গ্রামের জহির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার পর ৮২৬ বন্দী পালিয়ে যান। তাঁদের একজন মানিক মিয়া। পরে তিনি ভৈরবের শ্রীনগর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে যান।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, একটি মাদক মামলায় মানিকের পাঁচ বছরের সাজা হয়। সকালে তাঁকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়।