নির্বাচনী জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সড়কপথে মাদারীপুরের কালকিনিতে পৌঁছেছেন। আজ শনিবার বেলা সাড়ে তিনটায় কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে জনসভাস্থলে তিনি প্রবেশ করেন। এ সময় শেখ হাসিনার বোন শেখ রেহানাও ছিলেন।
প্রধানমন্ত্রী পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সমাবেশস্থল স্লোগানে মুখর করে তোলেন নেতা-কর্মীরা। প্রথমবারের মতো বঙ্গবন্ধুকন্যার কালকিনিতে আগমন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভায় যোগ দিতে আজ সকাল থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা।
প্রধানমন্ত্রীর জনসভার দায়িত্বে থাকা কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ প্রথম আলোকে বলেন, ‘প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কালকিনির জনগণের উদ্দেশে ভাষণ দেবেন। জনগণের কাছে তাঁর প্রত্যাশার কথা জানাবেন। দেশকে এগিয়ে নিতে তিনি নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেবেন। পরে সড়কপথে তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।’
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই কালকিনির প্রবেশমুখগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কালকিনিজুড়ে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সিসিটিভির ক্যামেরায় পুরো জনসভাস্থলটি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া অন্য বাহিনীর সদস্যেরাও নিরাপত্তা দিতে কাজ করছেন।