ময়মনসিংহ নগরের পাটগুদাম এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে একটি মিছিল বের করতে চাইলে শুরুতেই পুলিশ বাধা দেয়। পরে মিছিলকারী ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ঢিল মারেন। পুলিশ ধাওয়া দিলে মিছিলকারী ব্যক্তিরা পালিয়ে যান।
এ সময় পাটগুদাম এলাকায় দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি বাসে ঢিল মারলে বাসের একটি কাচ ভেঙে যায়। মিছিলকারীরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে পাটগুদাম এলাকার স্মৃতিসৌধের সামনে থেকে আনুমানিক ১০০ থেকে ১৫০ জনের একটি মিছিল বের হয়। মিছিলটি কিছু দূর এগিয়ে বাঁয়ে মোড় নিয়ে চরপাড়া সড়কের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়ে মারেন মিছিলকারী ব্যক্তিরা। এ সময় ওই এলাকায় দাঁড়িয়ে থাকা বিআরটিসির বাস লক্ষ্য করে ঢিল ছুড়ে ও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলকারী ব্যক্তিরা পালিয়ে যান।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ প্রথম আলোকে বলেন, একটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাৎক্ষণিকভাবে মিছিলকারীদের কাউকে আটক করা যায়নি।