দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র দাখিল করছেন ইউপি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র দাখিল করছেন ইউপি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম

চুয়াডাঙ্গায় দুই কূল হারাতে বসেছেন ইউপি চেয়ারম্যান

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পদ ছেড়েছেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম। কিন্তু নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিল করতে না পেরে এখন দুই কূল হারাতে বসেছেন তিনি।

জাকারিয়া আলমের দাবি, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ সোমবার বিকেলে তিনি অনলাইনে প্রয়োজনীয় সব কাগজপত্র দাখিল করেন। যে কম্পিউটার থেকে মনোনয়ন ফরম পূরণ করেছেন, সেখানেও দাখিল হয়েছে দেখাচ্ছে। অথচ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, তাঁর মনোনয়নপত্র দাখিল হয়নি। তিনি বলেন, ‘সার্ভার ত্রুটির কারণে এমন হতে পারে। আশা করি, ত্রুটি ঠিক হয়ে গেলে মনোনয়নপত্র গৃহীত দেখাবে।’

তবে জেলা নির্বাচন কর্মকর্তা ও দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান প্রথম আলোকে বলেন, জাকারিয়া আলম সার্ভার ত্রুটির বিষয়টি কমিশনকে জানাননি। তিনি বলেন, এখন আর মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই। তবে এ ব্যাপারে আদালত থেকে কোনো নির্দেশনা পেলে সেটি বাস্তবায়ন করা হবে।

আগামী ৮ মে প্রথম ধাপে চুয়াডাঙ্গার দুটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ছিল ওই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন দামুড়হুদায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যানসহ তিনজন, ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচনে অংশ নিতে আজ দুপুরে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতার কাছে পদত্যাগপত্র জমা দেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক এস এ এম জাকারিয়া আলম। দুপুরেই পদত্যাগপত্র গ্রহণের পর ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন ইউএনও।

ইউএনও রোকসানা মিতা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। নিয়মানুযায়ী প্যানেল চেয়ারম্যান সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।