সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ছয়টার দিকে কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত পিলার নম্বর-১২৫৩-এর কাছে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জের কালীবাড়ি গ্রামের আলী হোসেন (৩০) ও কাওসার আহমদ (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, ভারত সীমান্তের অভ্যন্তরে ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ আলী হোসেন ও কাওসার আহমদ নিহত হয়েছেন। নিহত দুজনের লাশের ব্যাপারে বিজিবি ও বিএসএফ আলোচনা করছে।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক আসাদুল ইসলাম বলেন, পুলিশও এমন খবর পেয়েছে। পুলিশের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে বিজিবির কালাইরাগ ক্যাম্পের কমান্ডারের মুঠোফোন নম্বরে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।