চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে তিন দিনের শিবচতুর্দশীর পার্বণ শেষ হয়েছে গতকাল শনিবার। তবে আজ রোববার অমাবস্যা তিথি থাকায় পূর্বপুরুষের শ্রাদ্ধ অনুষ্ঠান পালনের জন্য চন্দ্রনাথ ধামে ভিড় করেছেন অনেক তীর্থযাত্রী। ফলে শিবচতুর্দশীর আনুষ্ঠানিকতা শেষ হলেও মেলার মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছে স্রাইন কমিটি।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরে সীতাকুণ্ডের বিরূপাক্ষ মন্দির ও চন্দ্রনাথ ধাম সনাতন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। তিন দিনের শিবচতুর্দশীর মেলায় এ তীর্থে দেশি-বিদেশি অন্তত ১০ লাখ মানুষের সমাগম হয়। মেলার তিন দিনের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্রাইন কমিটি। অমাবস্যা তিথি উপলক্ষে আজও মেলা চলবে বলে জানানো হয়।
এবার মেলায় স্রাইন কমিটির পক্ষ থেকে মোহন্ত আস্তানবাড়িতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্রাইন কমিটির সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ চন্দ্র নাথ, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম নায়হানুল বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম ও ওসি কামাল উদ্দিন।
এ সময় সভাপতি শ্যামল দত্ত উপস্থিত তীর্থযাত্রীদের উদ্দেশ্যে বলেন, তাঁরা দায়িত্ব নিয়েছেন মাত্র এক মাস হলো। এই দুর্গম পাহাড়ি তীর্থযাত্রায় অনেকেই নানা দুর্ভোগে পড়েন। সে জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আগামী বছরে এই পথের ব্যাপক পরিবর্তন আনবেন বলে অঙ্গীকার করেন তিনি।
এদিকে গতকাল শনিবার সকালে বিরূপাক্ষ মন্দিরের কাছে অসুস্থ হয়ে দিলীপ কুমার রায় (৬০) নামের এক তীর্থযাত্রীর মৃত্যু হয়। তাঁর বাড়ি বরিশাল। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম প্রথম আলোকে বলেন, এক তীর্থযাত্রীর মৃত্যুর খবর পেয়ে তাঁরা অ্যাম্বুলেন্স নিয়ে চন্দ্রনাথ পাহাড়ে ওঠেন। পরে লাশ উদ্ধার করে বিকেল পাঁচটার দিকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গতকাল বিকেলে চন্দ্রনাথ ধাম থেকে মিনিবাসে করে পাহাড়ি পথ ধরে নামার সময় একটি মিনিবাস উল্টে ছয়জন তীর্থযাত্রী আহত হন। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী অঞ্জনা রানী দাস বলেন, তীর্থযাত্রীদের নিয়ে ইকোপার্কের রাস্তা ধরে চন্দ্রনাথ ধাম থেকে সমতলে নেমে আসছিল মিনিবাসটি। এ সময় সমতল থেকে অন্তত এক কিলোমিটার ওপরে বাসটি উল্টে যায়। তবে সৌভাগ্যবশত বাসটি খাদে পড়ে যায়নি।
মেলায় তীর্থযাত্রীদের মুঠোফোন চুরি ও পকেটমারের অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ২৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। চুরি হয়ে যাওয়া ৭৫টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া মেলায় কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি।