রায়গঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

হত্যা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কছিম উদ্দিন (৪৮) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে থানা-পুলিশ। তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাই করেছে বলে ধারণা করা হচ্ছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর রশিদ বেলা দুইটার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সোমবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন কছিম উদ্দিন। রাতে আর বাড়িতে ফেরেননি।

নিহত কছিম উদ্দিন সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বিলেরপার এলাকার শফিকুল ইসলামের ছেলে। চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন কছিম উদ্দিন। রাতে আর বাড়িতে ফেরেননি তিনি। আজ সকালে গোতিথা এলাকায় নিমগাছী থেকে শালিয়াগাড়ি সড়কে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পরিবারের লোকজন মরদেহটি কছিম উদ্দিনের বলে শনাক্ত করেন। কছিম উদ্দিনের অটোরিকশাটি পাওয়া যায়নি।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। দুর্বৃত্তদের আটক করতে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।