চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার সকাল পৌনে সাতটার দিকে উপজেলার ফৌজদারহাট রেলস্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি লুপলাইনে ঘটার কারণে ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।
এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বনাথ চন্দ্র পণ্ডিত। তিনি প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দর থেকে তেলবাহী ওয়াগন ফৌজদারহাট স্টেশনে এসে সেটি ঘুরিয়ে হাটহাজারী হয়ে দোহাজারী যাওয়ার কথা ছিল। বন্দর থেকে মূল লাইনে ওঠার পর ঘুরে যাওয়ার সময় তিনটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের ওয়াগনগুলোর কিছু হাটহাজারীতে রেখে বাকি ওয়াগনগুলো দোহাজারী নেওয়ার কথা ছিল। পরে চট্টগ্রাম থেকে একটি ইঞ্জিন এসে কিছু বগি নিয়ে যায়।
সকাল সাড়ে ১০টার দিকে ফৌজদারহাট রেলস্টেশনের মাস্টার নিতীশ চাকমা প্রথম আলোকে বলেন, ট্রেনটিতে একটি ইঞ্জিন ও ৩৪টি ওয়াগন ছিল। প্রতিটি ওয়াগন ফার্নেস অয়েল ভর্তি ছিল। বন্দর থেকে ট্রেন ফৌজদারহাট স্টেশনে এসে ঘুরিয়ে লুপলাইন ধরে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এ সময় ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।
স্টেশন মাস্টার জানান, সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম থেকে একটি ইঞ্জিন এসে ৩২টি বগি উদ্ধার করে চট্টগ্রামের দিকে নিয়ে যায়। বাকি ইঞ্জিনসহ তিনটি বগি স্টেশন এলাকায় লাইনচ্যুত অবস্থায় আছে। এখনো উদ্ধারকারী ট্রেন আসেনি। উদ্ধারকারী ট্রেন আসার পরে বগিগুলো উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যাবে।