চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন
চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন

জামিন পেলেন সংসদ সদস্য মহিউদ্দিন

আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং-খুলশী) আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন। আজ রোববার চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে স্থায়ী জামিন দেন।

এর আগে গত বৃহস্পতিবার একই আদালতে হাজির না হওয়ায় মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। আজ আদালতে উপস্থিত হয়ে জামিন চান সংসদ সদস্য মহিউদ্দিন।

আসামিপক্ষের আইনজীবী আবু সাঈদ (রবি) জানান, আদালত সংসদ সদস্যের জামিন মঞ্জুর করেছেন। আগামী ২ মে মামলার পরবর্তী দিন ধার্য করা হয়।

গত ১৬ জানুয়ারি ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই মামলা করেন। মামলার দিন আদালত আসামি মহিউদ্দিনকে হাজির হতে সমন জারি করেছিলেন। ধার্য দিন বৃহস্পতিবার মো. মহিউদ্দিন আদালতে অনুপস্থিত ছিলেন। আজ তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, সংসদ সদস্য নিজে উপস্থিত হয়ে জামিন নিয়েছেন। এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করা হয়। জামিন পেয়ে মহিউদ্দিন বলেন, এই মামলা হয়রানিমূলক।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নিজ এলাকার মসজিদে অনুদানের চেক বিতরণ করায় আচরণবিধি ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বিরুদ্ধে মামলাটি করে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান কমিটি এ বিষয়ে একটা তদন্ত প্রতিবেদন দেয়। কমিটির সুপারিশ অনুযায়ী কমিশন মামলা করে।