গ্রেপ্তার
গ্রেপ্তার

নাশকতার মামলায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সিলেটে ছাত্র-জনতার অভ্যুত্থানে নাশকতার ঘটনায় করা মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৯–এর মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

সজীবুর রহমান নরসিংদীর রায়পুরা উপজেলার দুকন্দিচর এলাকার রবিউল্লাহর ছেলে। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২১ মার্চ শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সজীবুর।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১১–এর যৌথ অভিযানে নাশকতার মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সজীবুর ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন হত্যা মামলার আসামি।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সজীবুরকে সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে র‍্যাব।