সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সামনে পৌনে তিন ঘণ্টা মহাসড়কে অবস্থান শিক্ষার্থীদের

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের ধাওয়ার পর আন্দোলনকারীরা নগরের আখালিয়া এলাকায় সড়কের একপাশে দাঁড়িয়ে বিক্ষাভ করেন। বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে তোলা
ছবি: প্রথম আলো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দুই দিকেই পুলিশের অবস্থানের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটা থেকে পৌনে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশের কড়াকড়ির কারণে শিক্ষার্থীদের একটি অংশ সুরমা আবাসিক এলাকায় এবং অন্য একটি অংশ কুমারগাঁও বাসস্ট্যান্ডের দিকে ছিল। বেলা তিনটা থেকে বাসস্ট্যান্ডের দিকে থাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হওয়ার চেষ্টা করেন। সোয়া তিনটার দিকে কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন সড়কে জড়ো হতে চাইলে তাঁদের পুলিশ সরিয়ে দেয়। পরে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন। তাঁরা কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকার দিকে এগোতে থাকলে পুলিশ পেছন থেকে ধাওয়া দিয়ে লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। এ সময় একজনকে আটক করে পুলিশ।

আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করেন শিক্ষকেরা। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তোলা

অপর দিকে একই সময়ে সুরমা আবাসিক এলাকায় ছাত্র-জনতা বেলা তিনটা থেকে টানা পৌনে তিন ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান করে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা প্রতিবাদী গান, স্লোগান, সড়কলিখনের মাধ্যমে সারা দেশে ছাত্রহত্যা, শিক্ষার্থীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানান। এ সময় শিক্ষার্থীদের উভয় পাশেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সুরমার আবাসিক এলাকার অদূরে তপোবন আবাসিক এলাকা ও নিহারী পাড়ার এলাকাতেও পুলিশের অবস্থান ছিল।

শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, ‘আমাদের কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে করার কথা ছিল। কিন্তু পুলিশ জায়গাটাকে যুদ্ধস্থল বানিয়ে রেখেছিল। পরে আমরা শান্তিপূর্ণভাবে সুরমা এলাকায় কর্মসূচি পালন করেছি।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে লাঠিপেটা করে একজনক আটক করে পুলিশ। বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ প্রথম আলোকে বলেন, সিলেটে আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল, কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। কিছুসংখ্যক শিক্ষার্থী সুরমা আবাসিক এলাকার সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে জড়ো হয়েছিলেন। তাঁদের নির্দেশনা দেওয়ার পর কিছু সময় পর চলে গেছেন। সড়কে যান এখন স্বাভাবিক রয়েছে।

এদিকে বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের মতো শিক্ষক প্রধান ফটকে ১০ মিনিটের মতো অবস্থান নেন। এ সময় গণমাধ্যমের উদ্দেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক সাজেদুল করিম। তিনি বলেন, ‘আমরা ফটকে এসেছি শিক্ষার্থীদের কর্মসূচি রয়েছে এটা জেনে। এখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা শিক্ষার্থীদের সঙ্গে না ঘটে, এই দিকটির বিবেচনায় আমরা এসেছি। আজকে আমাদের কোনো কর্মসূচি নেই।’ তিনি বলেন, ‘শিক্ষাঙ্গন, শিক্ষক, শিক্ষার্থী পরিপূরক। শিক্ষার্থীদের গণগ্রেপ্তার ও হয়রানি করলে বিশ্ববিদ্যালয় খেলার পরিবেশ তৈরি হবে না। যথাযথ কর্তৃপক্ষকে আমরা বলছি যথাযথ ব্যবস্থা নিন।’