হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চানভাঙা এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া (২৫), একই উপজেলার রামশ্রী গ্রামের তামান্না আক্তার (২০) ও হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)। তাঁরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে চুনারুঘাট উপজেলার শ্রীকুটা এলাকা থেকে ব্যাটারিচালিত ইজিবাইক সাতজন যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজ এলাকায় যাচ্ছিল। ইজিবাইকটি চানভাঙা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়েমুচড়ে যায় ইজিবাইকটি। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।