কুমিল্লায় শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

কুমিল্লায় শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আবদুল কুদ্দুস (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরের টিক্কারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল কুদ্দুস কুমিল্লার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আবদুস সালামের ছেলে। তিনি অটোরিকশার চালক ছিলেন। কুদ্দুসের তিন বছরের কন্যা আছে।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার পর কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকায় শ্বশুরবাড়িতে ছিলেন আবদুল কুদ্দুস। তাঁর পূর্বপরিচিত নগরের শুভপুর এলাকার মো. সোহাগ নামের এক ব্যক্তি তাঁকে ডেকে নেন। পরে তাঁরা নগরের টিক্কারচর এলাকায় একটি দোকানে চা পান করেন। সেখানে মো. সাগর নামের আরেকজন সোহাগের সঙ্গে ছিলেন। চা পানের সময় সোহাগ অটোরিকশাচালক কুদ্দুসের কাছে পাওনা টাকা চান। তখন কুদ্দুস তাঁকে ২০০ টাকা দেন। এত কম টাকা দেওয়া নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরি বের করে কুদ্দুসের বুকে আঘাত করা হয়। আশপাশের লোকজন কুদ্দুসকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন মো. সোহাগ ও  মো. সাগর। এর ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) পিনাক সাহা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে নিহত যুবকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।