গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ওহাব উদ্দিন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ওহাব উদ্দিন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে

সারা রাত কাজ করে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু, আহত ১৪

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের ভাংনাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৪ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন।

নিহত দুজন হলেন সুনামগঞ্জ সদর উপজেলার ডুমুরার বাসিন্দা মো. রাসেল মিয়া (২৫) এবং একই এলাকার আমির হোসেনের ছেলে মো. আবু সুফিয়ান (২৭)।

দুর্ঘটনায় আহত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওয়াহাব উদ্দিন নামের এক নির্মাণশ্রমিক। ঘটনার বর্ণনা দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, শ্রীপুরের গোসিংগা এলাকায় তাঁরা ১৬ জন মিলে একটি বাড়ি নির্মাণে সারা রাত কাজ করেছিলেন। কাজ শেষে আজ ভোরে বড় একটি পিকআপে করে কংক্রিট মেশানোর যন্ত্রসহ বাড়ি ফিরছিলেন তাঁরা। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের ভাংনাহাটি গ্রামে পৌঁছালে পেছন থেকে বালুভর্তি একটি ড্রাম ট্রাক তাঁদের পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ রাস্তায় উল্টে পড়ে। কংক্রিট মেশানোর যন্ত্র ও পিকআপের চাপায় সবাই গুরুতর আহত হন। এ সময় দুজনের মৃত্যু হয়। ওহাব উদ্দিন বলেন, ভোর পাঁচটার দিকে লোকজন নামাজ পড়ে বের হচ্ছিলেন। দুর্ঘটনার শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।

আহত ব্যক্তিদের মধ্যে তিনজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকি ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত এক ব্যক্তির শ্বশুর পটু মিয়া প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে এসে দেখেন কারও হাত ভেঙে গেছে, কারও মুখে আঘাত, কারও পা থেকে রক্ত ঝরছে। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর আহতদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভুষণ দাস প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একটি ড্রাম ট্রাক পেছন থেকে পিকআপকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।