জয়পুরহাট সদর থানার প্রধান ফটক।
জয়পুরহাট সদর থানার প্রধান ফটক।

জয়পুরহাট সদর থানায় লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী

জয়পুরহাট সদর থানার লুট হওয়া একটি চায়নিজ রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ রোববার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার হিচমী বাজারসংলগ্ন পরিত্যক্ত একটি বাড়ি থেকে রাইফেলটি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের সফিকের নির্দেশে মেজর রেজা আহমেদের নেতৃত্বে বিশেষ টহল দল হিচমি বাজারের পরিত্যক্ত একটি বাড়ি থেকে চায়নিজ রাইফেলটি উদ্ধার করে। এটি জয়পুরহাট সদর থানা থেকে লুট করা হয়েছিল। উদ্ধার অস্ত্রটি জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নুরে আলম প্রথম আলোকে বলেন, সেনাবাহিনী হারিয়ে যাওয়া চায়নিজ রাইফেলটি হিচমী বাজার এলাকা থেকে উদ্ধার করেছে।