কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—উখিয়ার হলদিয়াপালংয়ের সোলেমা খাতুন (৪৫), আনোয়ারুল ইসলাম (৫২) ও রামুর বিটু ধর ওরফে ফারুক মিস্ত্রি (৫২)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় অটোরিকশার আরেক যাত্রী হাবিবুল্লাহ (৩০) গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আজ সকালে যাত্রীবাহী অটোরিকশাটি কক্সবাজার শহরের দিকে যাচ্ছিল। পথে উখিয়ার হিজলিয়া এলাকায় কক্সবাজারমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশার পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিউদ্দীন মহিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর আরেকজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে। ওই ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, তাৎক্ষণিকভাবে নিহত এক ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ওই ট্রাকের চালক পালিয়ে গেছেন।