পাবনার ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে আলাউদ্দিন হোসেন (৪৮) নামের এক সবজি ব্যবসায়ীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
শনিবার সকালে উপজেলা সদরের বড়াল ব্রিজ স্টেশনে এ ঘটনা ঘটে। আহত সবজি ব্যবসায়ীর বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বলাইগাতী গ্রামে। তিনি ভাঙ্গুড়া থেকে সবজি কিনে সিরাজগঞ্জ নিয়ে বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে জেলার ঈশ্বরদী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মেইল ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি যাত্রাবিরতি শেষে প্ল্যাটফর্ম ছাড়ার সময় সবজি ব্যবসায়ী আলাউদ্দিন দৌড়ে ট্রেনে মালামাল তুলতে যান। এ সময় ট্রেনের সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পিছলে তিনি রেললাইনের ওপর পড়ে যান। এতে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন।