বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতুতে তীব্র যানজট। শুক্রবার বেলা আড়াইটার দিকে তোলা
বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতুতে তীব্র যানজট। শুক্রবার বেলা আড়াইটার দিকে তোলা

বাবুবাজার সেতু দিয়ে থেমে থেমে চলছে যানবাহন, নয়াবাজারে যানজট

বুড়িগঙ্গা প্রথম (পোস্তগোলা) সেতুর সংস্কারকাজের জন্য গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। আজ শুক্রবার সকাল থেকে বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতুর দক্ষিণ প্রান্ত কেরানীগঞ্জের প্রবেশমুখে কদমতলী এলাকা ও বাবুবাজার সেতুর উত্তর প্রান্ত নয়াবাজার এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

বেলা আড়াইটার দিকে কেরানীগঞ্জের কদমতলী ও বাবুবাজার সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, রাজধানীর প্রবেশমুখে বাবুবাজার সেতুর উত্তর প্রান্ত পুরান ঢাকার নয়াবাজার থেকে তাঁতীবাজার পর্যন্ত তীব্র যানজট তৈরি হয়েছে। এ ছাড়া সেতুর দক্ষিণ প্রান্ত কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একই চিত্র দেখা গেছে। যানজটের কারণে সেতুর উভয় প্রান্ত দিয়ে থেমে থেমে যান চলাচল করছে। তীব্র যানজটে দক্ষিণাঞ্চলের ১৯টি জেলায় চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

খুলনা থেকে আসা হানিফ পরিবহনের চালক সুরুজ আলী বলেন, ‘আমরা সব সময় পোস্তগোলা সেতু দিয়ে চলাচল করি। সেতুর কাজের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকায় বাবুবাজার দিয়ে চলাচল করতে হচ্ছে। বাবুবাজার সেতুর দক্ষিণে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় সিএনজিচালক ও হকারদের উৎপাতে আরও বেশি যানজটে পড়তে হয়েছে।’

যশোর থেকে আসা শ্যামলী পরিবহনের চালক আলম হোসেন বলেন, রাজধানীর প্রবেশমুখে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু ও কেরানীগঞ্জের কদমতলী এলাকার যানজটে পড়তে হয়েছে। কদমতলী থেকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পার হয়ে পুরান ঢাকার তাঁতীবাজার আসতে ঘণ্টাখানেক সময় লেগেছে। তিনি বলেন, যেহেতু পোস্তগোলা সেতু বন্ধ, তাই অন্তত এ এলাকাটি যানজটমুক্ত রাখার দরকার ছিল।

বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতুর উত্তর প্রান্ত নয়াবাজার থেকে তাঁতীবাজার পর্যন্ত তীব্র যানজট তৈরি হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে তোলা

মুন্সিগঞ্জের বেতকা থেকে আসা ডিএম পরিবহনের যাত্রী মোসাদ্দেক মিয়া বলেন, ‘ধানমন্ডিতে একটি অনুষ্ঠানে যাব। কদমতলী আর বাবুবাজার সেতুতে যানজটের মধ্যে বাসে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়েছে। শুক্রবারও এমন যানজটে পড়ে বিরক্ত লাগছে। কবে যে ভোগান্তির শেষ হবে!’

গুলিস্তানগামী দ্রুত পরিবহনের যাত্রী আবদুল আলী বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে দোহার থেকে কদমতলী এলাকায় আসি। বাবুবাজার সেতুতে যানজটের কারণে সেতুতে গাড়ি দাঁড়িয়ে থাকে। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে রওনা দিয়েছি। কী করব? উপায় তো নাই। গুলিস্তান তো যেতেই হবে।’

কেরানীগঞ্জের কদমতলী এলাকার দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, বুড়িগঙ্গা প্রথম সেতু বন্ধ থাকায় এ এলাকায় যানবাহনের চাপ বেশি। তবে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক পুলিশ।

সড়ক ও জনপথ বিভাগের কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপসহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন বলেন, সেতু সংস্কারের জন্য আজ (বৃহস্পতিবার দিবাগত) মধ্যরাত থেকে সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে।