খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় সীমান্ত সড়কের নির্মাণকাজ শেষ করে একটি মোটরসাইকেলে উপজেলা সদরে ফেরার পথে তাঁদের গুলি করা হয়। গুলিবিদ্ধ দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন উপজেলার উল্টাছড়ির জিয়ানগরের আংকু শাহ (২৮) ও দমদমিয়া এলাকার মো. আবদুর রশিদ (৪৩)। তাঁদের মধ্যে আংকু শাহর মাথা ও হাতে এবং আবদুর রশিদের হাতে গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আংকু শাহ ও আবদুর রশিদ ঘিলাতলী এলাকায় সীমান্ত সড়কের নির্মাণকাজে নিয়োজিত। তাঁরা কাজ শেষে আরেক শ্রমিকের মোটরসাইকেলে করে পানছড়ি সদরে ফিরছিলেন। ঘিলাতলীর হারুবিল এলাকায় আসার পর একদল দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজন মোটরসাইকেল থেকে মাটিতে পড়ে যান। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে পানছড়ি হাসপাতালে নিয়ে যান।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক বিদর্শী চাকমা বলেন, দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁদের অবস্থা শঙ্কাজনক হওয়ায় দুজনকে খাগড়াছড়ি হাসপাতালে স্থানান্তর করা হয়।
জানতে চাইলে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বলেন, এ ঘটনায় কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।