বগুড়ার ধুনট উপজেলায় বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম হৃদয় হাসান ওরফে খোকন মণ্ডল (৩১)। তিনি মাদকাসক্ত। গত ২২ জানুয়ারি নেশার টাকা না পেয়ে বাবা আবদুল মান্নান মণ্ডলকে (৬৫) তিনি পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পরের দিন আবদুল মান্নানের ছোট ছেলে বৈশাখ হাসান বাদী হয়ে হৃদয় হাসান ওরফে খোকন মণ্ডলের বিরুদ্ধে থানায় হত্যার মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আবদুল মান্নান তাঁর মেজ ছেলে হৃদয় হাসানকে ২০০৯ সালের দিকে মালয়েশিয়ায় পাঠান। দীর্ঘ ১১ বছর মালয়েশিয়া থাকাকালে চীনা এক নারীর সঙ্গে এক্সপোর্টের ব্যবসায় জড়িয়ে পড়েন হৃদয়। একসময় ওই নারী তাঁর কাছ থেকে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে যান। এর পর থেকে হৃদয় মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। এ অবস্থায় ২০২০ সালে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনেন তাঁর বাবা আবদুল মান্নান। বাড়ি আসার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এসব নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, ২২ জানুয়ারি সন্ধ্যার দিকে হৃদয় হাসান তাঁর বাবা আবদুল মান্নানের কাছে মাদক কেনার টাকা চান। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন বাবা। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হৃদয় তাঁর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে স্বজনেরা আবদুল মান্নানকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে হৃদয় হাসান পলাতক ছিলেন। গতকাল রাত ১১টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান প্রথম আলোকে বলেন, বাবাকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি তাঁর ছেলে হৃদয় হাসানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। কয়েক দিনের মধ্যেই তাঁর (হৃদয় হাসান) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।