উচ্চ আদালতের আদেশে গতকাল মঙ্গলবার প্রার্থিতা ফিরে পেলেও আজ বুধবার দুপুর পর্যন্ত এখনো প্রতীক পাননি চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ আলী সরকার।
আজ বুধবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান ও প্রার্থী মোহাম্মদ আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আলী সরকার বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আদালতের আদেশের কপি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রতীক পাইনি।’
রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বেলা দেড়টায় প্রথম আলোকে বলেন, ‘আদালতের সার্টিফায়েড কপি বা নির্বাচন কমিশনের নির্দেশনা এখনো পাইনি। আমি এখন কার্যালয়ের বাইরে নির্বাচনসংক্রান্ত একটি সভায় আছি। কার্যালয়ে গিয়ে কাগজপত্র দেখে সিদ্ধান্ত জানাব।’
প্রসঙ্গত, সমর্থনসূচক ১ শতাংশ ভোটারের তালিকায় গরমিল থাকায় মোহাম্মদ আলী সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে সেখানেও তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। এরপর তিনি উচ্চ আদালতে যান। সেখান থেকে গতকাল এক আদেশে তিনি প্রার্থিতা ফিরে পান।